হ্যালো ডিয়ারস আসসালামুআলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আশা করি সবাই ভাল আছেন তো আজকের ভোলকের বিষয়বস্তু হচ্ছে মদি জিত হাসিল করলো লোক সভা নিরবাচনে।
নির্বাচন একটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যেক পাঁচ বছর পর পর প্রতিটি রাজনৈতিক দলকে এই পরীক্ষায় অংশ নিতে হয় পরীক্ষায় কেউ উত্তীর্ণ হয় আবার কেউ ফেল করে উত্তীর্ণরাই সরকার চালানোর অনুমতি পায় এবং দেশের প্রতিনিধিত্ব করে থাকে।
মদি কিন্তু একজন চা ওলা থেকে আজ দেশের প্রধানমন্ত্রী এটি কিন্তু চারটিখানি কথা নয় । অনেক চরায় উতরাই পেরেয়ে আজ মদি একজন সফল রাজনিতিবিদ।
২০২৪ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে মোদিকে কিন্তু জোট হয়ে সরকার গঠন করতে হয়েছে এক্ষেত্রে যেমন মোদী একা চাইলেই সকল ডিসিশন নিতে পারবে না তেমনি তার খেয়াল খুশিমতো কোন কাজ করতে পারবে না কারণ কোন ডিসিশন নিতে গেলে অবশ্যই তাকে জোট সরকারের সাথে আলোচনা করে তারপর পরবর্তীতে ডিসিশনটি নিতে হবে এক্ষেত্রে বিজিবি একটু চাপেই থাকবে বলা চলে।
এবারের নির্বাচনে জিদ হাসিল করার জন্য নদীর নানাবিদ কর্মকান্ড দেখা গেছে তার মধ্যে সর্বশেষ যেই কাজটি মোদী করেছেন সেটি দেখে নেটিজেনেরা অনেকটা হাসি ঠাট্টা ও করছে মোদী এক কথায় ভগবানের দুধ হিসেবে নিজেকে দাবি করেছে যদিও এই দাবি তাকে সংখ্যাগরিষ্ঠতা লাভ করাতে সক্ষম হয়নি।
এছারা রাম মন্দির নির্বাচনের আগে উদ্ধোধন এবং সেখানে পুঁজও দিয়েছিলেন তিনি , মদি মুলত এখন কট্টর হিন্দুত্তো সমর্থন কারি একজন লোক । তার নির্বাচনে মূল মন্ত্র ছিল রাম মন্দির উদ্বোধন এবং হিন্দু সম্প্রদায়ের সমর্থন লাভ করা যেটিতে অনেকটাই সফল হয়েছেন তিনি তবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেন যার প্রেক্ষিতে তাকে জোট সরকার করে ক্ষমতায় আসতে হয়েছে।