হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকের ব্লগের বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি আপনার বন্ধুর ফোন ট্র্যাক করবেন কিন্তু সে বুঝতে পারবে না তো আজকে টিউটোরিয়ালটি কিন্তু বেশ ইন্টারেস্টিং তো এটি কিভাবে করতে হয় আমরা অনেকেই জানি আবার অনেকেই জানিনা যারা মূলত জানিনা তাদের জন্যই মূলত আজকের ব্লগটি লিখা আশা করছি মজা পাবেন।

আপনি আপনার বন্ধুর ফোন আত্মীয়-স্বজন বা গার্লফ্রেন্ড যেই হোক না কেন যার ফোনটি মূলত আপনি ট্র্যাক করতে চাচ্ছেন প্রথমেই কিছু কাজ করে নিতে হবে।

প্রথমে আপনার পরিচিত জন যাকে আপনি ট্র্যাক করতে চান তার ফোনটি আপনার হাতে নিতে হবে দেন পরবর্তীতে সেখান থেকে চলে যেতে হবে গুগল ম্যাপে তো গুগল ম্যাপ তো আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু এর হিডেন ফিচার সম্পর্কে আমরা অনেকেই জানিনা তো আজকে ট্রিকসটি হচ্ছে সেই হিডেন ফিচারটি নিয়ে তো আমরা যখন গুগল ম্যাপসে চলে যাব সেখান থেকে আপনাকে ফাস্ট অফ কল নিজের লোকেশন ঠিক করে নিতে হবে মানে নিচের দিকে ডান সাইডে আপনি দেখবেন যে একটা গোল বৃত্তের মতো চায়না আছে, সেটিকে ট্যাপ করে ওপেন করে দিবেন এবং কিছু সময় অপেক্ষা করবেন সাথে আরেকটি কাজ করবেন জিপিএস যদি বন্ধ থাকে অবশ্যই জিপিএস টি ওপেন করে নিবেন ।

Gps ওপেন করার পরে আপনার পিন পয়েন্ট লোকেশন দেখাবে আপনি ঠিক আপনার লোকেশন এর উপরে একটি ক্যাপ করবেন ট্যাপ করার পরে নিচের দিকে বাম সাইডে শেয়ার লোকেশন নামে একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে দিবেন।

ক্লিক করে দেওয়ার সাথে সাথে যদি এই ফোনটিতে আপনি নতুনভাবে গুগল ম্যাপস ওপেন করে থাকেন তাহলে বেশ কিছু অ্যালাও পারমিশন চাইতে পারে আর যদি পুরনোভাবে ইউজ করে থাকেন তাহলে কোন ধরনের এলাও পারমিশন চাইবে না অ্যালাও পারমিশন গুলো চাইলে অবশ্যই সেগুলো অ্যালাও করে দিবেন কোনটা ডিনাই করবেন না ডিনাই করলে আপনার সঠিকভাবে লোকেশন দেখতে পারবেন না দেন কন্টিনিউ চাইবে কন্টিনিউতে ক্লিক করে দিবেন।

কন্টিনিউতে ক্লিক করার সাথে নতুন একটি প্রভাব খুলে যাবে এবং সেখানে শেয়ার ইউর রিয়েল টাইম লোকেশন লেখা আসবে এবং নিচের দিকে ফর ওয়ান আওয়ার এবং আন্টিল ইউ টান দিস অফ এই দুটি লেখা আপনি দেখতে পাবেন আপনি যদি আপনার পরিচিত জনকে সব সময় ট্র্যাক করতে চান তাহলে অবশ্যই আপনাকে আন্টি ইউ টান দিস অফ এটা সিলেক্ট করে দিতে হবে ।

এটা সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচে খেয়াল করবেন সাজেশন্স নামে একটি অপশন আসবে ওখান থেকে বাম দিকে স্ক্রল করবেন এবং মোর অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোনে যে জিমেইল এড্রেস টি দেওয়া আছে সেটি দিয়ে দিবেন ।


জিমেইল এড্রেস টি সঠিকভাবে দেয়া হলে আপনার জিমেইলের যদি কোন ছবি দেওয়া থাকে নিচের দিকে সেটি সাজেশন্সে শো করবে সেটিতে একটি ট্যাপ করে দিবেন এবং সেন্ড বাটনে ক্লিক করবেন ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার বন্ধুর ফোনের google ম্যাপটি রিসেন্ট অ্যাপ থেকে অবশ্যই ক্লিয়ার করে দিবেন এখন আপনার বন্ধু যেখানেই যাক না কেন ইন্টারনেট কানেকশন অন থাকলে আপনি তার লাইভ লোকেশন দেখতে পারবেন ।

Prattical Picture: vitaltrends24







 



Post a Comment

নবীনতর পূর্বতন