অবৈধ সম্পর্কের জেরে চাকরি হালারে অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন
আলোচিত এবং সমালোচিত নায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে এবার চাকরি হারাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। নায়িকা পরিমনির সঙ্গে ঘটক নাক্রমে পরিচিত হওয়ার পর থেকেই পরিমনির বাসায় রাত্রি যাপন শুরু করেন গোলাম সার্কলাইন।
এছাড়া বিভিন্ন সময় গোলাম ছাদ ল্যান্ড পরীমনির বাসায় অবস্থান করছেন এরকম তথ্য পাওয়া গিয়েছে ফরেনসিক রিপোর্টে । এছাড়া সাক লাইনের স্ত্রী বাসায় না থাকার সুযোগে ২০২১ সালে পরীমনি সাকলায়েনের রাজারবাগ এর সরকারি বাসায় যান পরিমনি, এবং পরিমনি সে বাসায় প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করে পরবর্তী দিন রাত একটায় বাসা ত্যাগ করেন। এছাড়া তাদের দুজনের মেসেঞ্জার এর যেই কথোপকথন রয়েছে সেগুলো সাধারণ পরিচিত মানুষের মত নয় বরংসেগুলো অনৈতিক প্রেমের সম্পর্ক বলে প্রমাণ পায় পুলিশ অধিদপ্তর। মুলত ২০২১ সালে মাদক কান্ডে ধরা পরার পরে পরিমনির সাথে পরিচয় হয় পরিমনির।
এ সময় জন্মদিন উদযাপনের একটি অন্তরঙ্গ ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে, পরিমনির সাথে অনৈতিক সম্পর্কের কারনে সাকলায়েনকে প্রথম পর্যায়ে বদলি করা হয় পাবলিক অর্নার্স মেনেজমেন্ট।
সাকলায়েন বিবাহিত হওয়া সত্ত্বেও পরিমনির সাথে অবৈধ সম্পর্ক স্থাপন, পরিমনির সাথে জন্মদিন স্থাপন, ও নিজের স্ত্রীর অবর্তমানে নিজের সরকারি বাসভবনে পরিমনিকে ডেকে রাত্রি যাবনের মতন অপরাধ মূলক কাজে লিপ্ত হবার কারনে সাকলাইনের বিরুদ্ধে বিভাগিয় মামলা হয়।
বিভাগিয় মামলা হয় তখনি যখন সরকারী কর্মকর্তার কারনে সরকারের ভাবমুর্তি নষ্ট হয়। এবং এমন মামলায় সরকারী কর্ম কর্তা দোষি প্রমাণিত হলে তার চাকরি যাওয়া সহ হতে পারে জেল। তবে এখন কেবলি চাকরি চুত হয়েছেন সাকলায়েন।