বরগুনার আমতলীতে লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে নয়জনের মৃত্যু হয়েছে ।
বরগুনার আমতলীতে লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে দুই পরিবারের নয় সদস্যের মৃত্যু হয়েছে । নয় জনের মধ্যে ৭ সদস্য ছিলেন একই পরিবারের।
এছাড়া সারা দেশে দুর্ঘটনার কবলে পড়ে আরো বেশ কিছু লোকজনের মৃত্যু সংঘটিত হয়েছে এর মধ্যে গোপালগঞ্জে তিন জন, বাগেরহাটের ফকিরহাটে বাবা ছেলে সহ দুইজন , ঢাকার দোহার নবাবগঞ্জে দুই ছাত্র, অপরদিকে টাঙ্গাইলের মির্জাপুর, নাটোরের লালপুর এবং বান্দরবান থানচিতে একজন করে নিহত হয়েছেন।
বরগুনার আমতলীতে লোহার সেতু ধসে যে মাইক্রোবাসটি খালি পড়েছে সেটিতে মোট ১৩ জন যাত্রী ছিলেন যার মধ্যে সাতজন ছিলেন একই পরিবারের সদস্য। মাইক্রোবাস ঠিক হলে পড়ার সাথে সাথে স্থানীয় জনগণ এগিয়ে আসেন তবে মুষলধারে বৃষ্টি হওয়াতে এটি উদ্ধার কাজে কিছুটা বিলম্ব ঘটায় যার তরুণ চার জনকে জীবিত উদ্ধার করা গিয়েছে ।
এই দুর্ঘটনাটি সংঘটিত হয় গত শনিবার দুপুর একটা ৪৫ মিনিটে সময়টি কনফার্ম করেছেন স্থানীয় ওসি মোঃ সাখাওয়াত হোসেন
দুর্ঘটনায় মরদেহ গুলো স্বজনেরও সনাক্ত করেছে এবং তাদের নাম জানা গিয়েছে নামগুলো নিম্নে দেওয়া হলোঃ
মাদারীপুর জেলার শিবচর মুনী-বেগম (৪০), তার ছোট মেয়ে-তাহিরা (৭), বড় মেয়ে তাসফিয়া (১১), ফরিদা-বেগম (৫৫), রাইতি (৩০), ফাতেমা-আক্তার (৪০), রুবী-বেগম (৪০), হলদিয়া গ্রামের জাহিরুল ইসলামের মেয়ে হৃদি (৫) এবং তার মা জাকিয়া-বেগম (৩০)।