সম্প্রতি রাসেল'স ভাইপার নিয়ে প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে। তবে জানেন কি প্রতি বছর রাসেল'স ভাইপারের চেয়েও গোখরার কামড়ে মানুষ বেশি মারা যায়? আর এই হঠাৎ-ই রাসেলস ভাইপার এর এমন বৃদ্ধির কারণ কি জানেন? এর কারণ আমরাই।
প্রতি নিয়ত আমরা সাপ দেখলে মারার জন্য উপচে লেগে পরি। তবে কি জানেন সৌঙ্খিনী, গোখরা সাপ অন্যান্য বিষধর সাপ খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে, সাথে সাপের বিস্তারেরও একটা সামঞ্জস্য করে থাকে। আমরা প্রতিনিয়ত এইসব সাপ মারছি দেখেই পরিবেশের ভারসাম্যে ব্যাঘাত ঘটছে ফলে রাসেল'স ভাইপার এর মত বিষধর সাপ বৃদ্ধি পাচ্ছে। শুধু মাত্র সাপ না, বেজি শকুন প্রজাতির প্রানীর আবাসস্থলও আমরা নিধন করছি (ফলে এদের দেখা প্রায় যায় না) যা এই সাপ এর বিস্তার রোধে ওতপ্রতভাবে জড়িত। তাই এই কাজগুলো থেকে বিরত থাকলে পরিবেশ তার আগের স্থানে যেতে বাধ্য।
তাই আপাতত আমাদের এখন করণীয়গুলো হলো-
- কৃষি জমিতে যারা কাজ করে হাটু সমান বুট পরে চোখ-কান খোলা রেখে কাজ করা,
- সাপ দেখা মাত্রই মা*রার জন্য উঠে পড়ে না লেগে উদ্ধারবাহিনীকে খবর দেওয়া যদি হাতের কাছে না পাওয়া যায় তখন নিজেদের ব্যবস্থাই গ্রহণ করা
- রাতের বেলা টর্চ ব্যবহার করে চলাচল করা।
পরিশেষে যেই সাপ ই কামড় দিক না কেনো ওঝার কাছে গিয়ে সময় নষ্ট না করে জেলা সদর হাসপাতালে যত দ্রুত সম্ভব পৌছানো।
#vitaltrends24