দেশব্যাপী হঠাৎ করেই রাসেল ভাই পারে ব্যাপক বৃদ্ধি পেয়েছে বিষাক্ত এই সাপটি বিশেষ করে চরাঞ্চলে সবথেকে বেশি বংশবিস্তার করে থাকে তাই শরীয়তপুরের যারা চড় অঞ্চলে এখনো অবস্থান করছেন তারা সবথেকে বেশি আতঙ্কের মধ্যে আছে.
রাসেল ভাইপার নামে বিষধর এই সাপটি নিয়ে এত আতঙ্ক কেন মূলত এই সাপটি রিমোট অক্সিন নামে একটি বিষ সমৃদ্ধ সাপ যেটি একবার কামড় দিলে আপনার রক্তকণিকা ভেঙ্গে যায় এবং জায়গাটিতে পচন ধরতে পারে এছাড়াও পচনসহ বিকলাঙ্গতা কিডনি ফেল লিভার ড্যামে ইত্যাদি ধরনের সমস্যা হয়ে থাকে মূলত এইসব একবার কামড় দিলে মৃত্যুর ঝুঁকি সবথেকে বেশি থাকে যদি না সঠিক চিকিৎসা পাওয়া যায়.
বাংলাদেশের বর্তমান রাসেলস ভাইপারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করার মত এই সাপের এত বংশবিস্তারের মূল কারণ হচ্ছে পরিবেশের ভারসাম্যহীনতা পরিবেশের ভারসাম্যহীনতা বলতে এখানে বোঝানো হয়েছে আমাদের দেশীয় যে সকল সাপ আছে মূলত গোখরা শঙ্খিনী গুইসাপ ইত্যাদি প্রজাতির সাপ খেকো এবং উপকারী সবগুলোকে মেরে ফেলার কারণে এর ব্যাপকভাবে বংশবিস্তার ঘটেছে .
যেটি আসলেই অনেকটা চিন্তার কারণ বিভিন্ন ইউনিয়ন পরিষদে ঘোষণা করে দেওয়া হয়েছে যে একটি রাসেলস ভাইপার মারবে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এছাড়াও যিনি দুইটি মারবেন তিনি এক লক্ষ টাকার একটি পুরস্কার পাবেন .
ইতোমধ্যে রাসেল ভাইপার নিধনের এই বিষয়টি নিয়ে অনেকেই অনেক ধরনের ট্রল করছে যার মধ্যে অনেকেই ফেসবুকে পোস্ট করেছে যে রাসেল ভাইপার মেরেই লাখপতি হয়ে যাব.