ফরিদপুরের মানুষ এখন চাকরি ছেড়ে রাসেলস ভাইপার নিধন করছে কারণ একটি রাসেল ভাইপার মারতে পারলে ৫০০০০ টাকা পুরস্কার। এটাই বা চাকুরির থেকে কম কিসে এমন সুযোগ কি আর বার বার পাওয়া যায়, তাই সময় থাকতেই এই সুযোগ কেউ মিস করতে চাচ্ছেনা।

প্রতিদিন আপনি ফেসবুক নিউজ ফিড চেক করলেই রাসেলস ভাইবারে সংবাদ পান দেখা যাচ্ছে এখানে ওখানে রাসেল ভাইপারের কামড়ে মারা যাচ্ছে মানুষ বাংলাদেশের এখন আনাচে-কানাচিতে ছড়িয়ে পড়েছে রাসেল পাইপার হঠাৎ করে কেন এই রাসেলস ভাইপারের এত উপদ্রব বেড়েছে সেটা কি জানেন?


রাসেলস ভাইবার বাড়ার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশীয় যেই প্রজাতির সাপ আছে সেগুলোকে নিধন করার কারণেই মূলত রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে, আপনি দেখবেন আমাদের দেশীয় প্রজাতির যেসকল সাপ রয়েছে তারা কিন্তু এই রাসেলকে ভক্ষণ করে ।

সুতরাং আপনার আশপাশে যে সকল দেশের প্রজাতির সাপ রয়েছে যেমন জাতি সাপ শঙ্খিনী গুইসাপ ইত্যাদি প্রজাতির এই সাপগুলো নিধন করা যাবে না এগুলো মূলত রাসেলস ভাইবার এর সবথেকে বড় শক্তি এই সকল সাপ যদি আপনার আশেপাশে থাকে তাহলে রাসেলস ভাইপার থাকার সম্ভাবনা অনেকটাই কমে যাবে আর দেশীয় প্রজাতির যে সকল সাপ রয়েছে এগুলো কামড়ে খুব বেশি একটা মানুষ মারা যায় না কারণ এগুলো পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন বিভাগীয় পর্যায়ে হসপিটাল গুলোতে রয়েছে এছাড়া আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রেও এই ভ্যাকসিনগুলো পাওয়া যায়

ফরিদপুরের মানুষ এখন বেশিরভাগ নিজস্ব কাজকর্ম বাদ দিয়ে রাসেলস ভাইপারের পিছনে ছুটেছে কারণ একটি মারলেই ৫০ হাজার টাকা পাচ্ছে পুরস্কার আর দুইটি মারলে এক লক্ষ টাকা যেই টাকা সে পুরো মাসে ইনকাম করবে সেই টাকা এক থেকে দুই দিনেই ইনকাম করা সম্ভব এমন সুযোগ কে ছাড়তে চায়

আপনিও যদি সুযোগটি নিতে চান তাহলে রাসেলস ভাই পান নিধনে অংশগ্রহণ করতে পারেন সাবমেরে ছবি তুলে কর্তৃপক্ষের নিকট পেশ করলেই পেয়ে যাবেন 50000 টাকা পুরস্কার।


আরো নিউজ করতে আমাদের সাইটটি বুকমার্ক করে রাখুন।


Post a Comment

নবীনতর পূর্বতন