IMEI কিভাবে পরিবর্তন করবেন?আই নিয়ে পরিবর্তনের আগে আইএমইআই এর ফুল মিনিং কি এ সম্পর্কে আমরা একটু জানব এবং এটি আসলে কিভাবে কাজ করে সেটি সম্পর্কেও জানবো, IMEI এর পুরো মানে হচ্ছে International Mobile Equipment Identity.
Imei হচ্ছে একটি ফোনের গুরুত্বপূর্ণ পরিচয় যার মাধ্যমে একটি ফোন দ্বারা কোন ধরনের অকারেন্স হলে সেই ফোনটিকে সঠিকভাবে চিহ্নিত করা যায়।
এখন আসা যাক আমি আসলে কিভাবে পরিবর্তন করতে হয় এবং কেন পরিবর্তন করতে হয় অনেক সময় অনেক ফোনের আইএমইআই বিভিন্ন কারণবশত নূর হয়ে যেতে পারে এ কারণগুলোর মধ্যে ফোন রুট করা ফোন ফ্ল্যাশ করা এ যাবতীয় কারণে ফোনের আইএমইআই নুল হতে পারে এ সকল ক্ষেত্রে আইএমইআই রিভিল্ড বা পরিবর্তন করতে হয় না হলে ফোন কোন ধরনের মোবাইল অপারেটরের সিগনাল পাবে না।
আর ফোন যদি মোবাইল অপারেটরে কোন সিগনাল না পায় সে ক্ষেত্রে কিন্তু আপনি সেই ফোন দিয়ে ইন্টারনেট বা কথাবার্তা বলা এ যাবতীয় কাজকর্ম করতে পারবেন না সেই ক্ষেত্রে আইএমইআই রিভিল্ড বা পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু অসাধুচক্র আছে যারা আইএমইআই পরিবর্তন করে মোটা অংকের টাকা ইনকাম করে থাকে তবে এগুলো সম্পূর্ণ রূপেই বেআইনি।
একটি ফোন দ্বারা যদি কোন ধরনের অঘটন সংঘটিত হয় এবং সেই অঘটনের পরে সেই ফোনটি যদি আইএমইআই পরিবর্তন করে ফেলা যায় তাহলে সেই ফোনের ইন্টারনেটে আর কোন ধরনের চিহ্ন থাকে না এটাকে আপনি তুলনা করতে পারেন ধরুন আপনি একটি খুন করেছেন সেই খুনের পরিপ্রেক্ষিতে আপনার যতগুলো তথ্য উপাত্ত ছিল সেগুলো আপনি মুছে ফেলেছেন, তথ্য উপাত্ত ছাড়া পুলিশ যেরকম আপনাকে খুঁজে বের করতে পারবে না ঠিক তেমনি আমি পরিবর্তিত হওয়া কোন ফোন যদি নেটওয়ার্কে সাথে কানেক্টেড হয় সেক্ষেত্রে পুলিশ কিন্তু আপনার চোরাইকৃত ফোনটিও খুঁজে পাবে না তাই সেই কারণেই মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আইএমএফ পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অপরাধ এবং এটি ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে পড়ে।
আমি আজকে মূলত আপনাদেরকে যেটি বলব সেটি হচ্ছে আইমি আই পরিবর্তন নয় আইএমইআই রিভিল্ড অনেক সময় ফোনের যেই আইএমইআই থাকে সেই আই মেয়েটি আমাদের নতুন করে রিভিল্ড করতে হয় রিভিল বোর্ডতে পুরনো যে আই মেয়ে ছিল সেটাকেই নতুন করে বসাতে হয় এটি মূলত বিভিন্ন কারণবশত ফোনের আইএমইআই মুছে যেতে পারে বা জিরো জিরো হয়ে যেতে পারে সেগুলোকে রিভীল করা করতে হয় কিভাবে এটাই ডিসকাস করব।
আপনার কাছে যদি একটি ল্যাপটপ থাকে এবং আপনি যদি কিছু আমি রিবেলডের সফটওয়্যার কিনে রাখেন সেগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু আইমে রিভিল করতে পারবেন আইমে পরিবর্তন বা রিভিলদের সফটওয়্যার এর মধ্যে নামকরা কিছু সফটওয়্যার রয়েছে ইন্টারনেটে যেগুলো আপনি লাইসেন্স কিনেও ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি চাইলে ডিভাইস আছে সেগুলো ব্যবহার করতে পারবেন
এই সফটওয়্যার গুলোর মধ্যে নামকরা বেশ কিছু সফটওয়্যার হচ্ছে
1. Chimera
2. Umt
3. Z3x
ইত্যাদি সফটওয়্যার এর মাধ্যমে মূলত আইএমই চেঞ্জ ছাড়ো বিভিন্ন ধরনের প্লেসিং কার্যক্রম চালনা করা যায়।