আসসালামু আলাইকুম।
বর্তমানে আমরা কমবেশি সকলেই ফ্রি ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে চালাতে হয় সেটা সম্পর্কে জানি আবার অনেকেই জানিনা মূলত যারা জানি না তাদের জন্য মূলত আজকের এই টিটিটি হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদের কিভাবে একটি ভিপিএন ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে হয়।
ভিপিন দিয়ে আমরা অনেকেই ফ্রি ইন্টারনেট ব্যবহার করে থাকি কিন্তু কাঙ্খিত যে স্পিড সেটি কিন্তু পাই না তো আজকের ভিডিওতে যে ভিপিএনটি আপনাদের সাথে শেয়ার করব সেটির মাধ্যমে আপনি কিন্তু ভালো গদিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এখন চলুন আপনাদেরকে ভিপিএনটির সাথে পরিচয় করিয়ে দিই এবং এটি কিভাবে এবং কোথায় থেকে ইন্সটল করবেন সেটি দেখিয়ে দিচ্ছি।
ভি পি এন এর নাম “R CODE VPN”। এরপর নিচের দেয়া স্ক্রিনশটে যেই ভিপিএনটি দেখতে পারছেন ঠিক সেটাই আপনাকে ডাউনলোড করতে হবে!
আপনাদের যাতে সুবিধা হয় এজন্য নিচে আমি ভিপিএনটি ডাউনলোড লিংক দিয়ে রেখেছি।
Vpn টি ডাউনলোড শেষে এটিকে আপনাদের ওপেন করতে হবে ওপেন করার পরে কোন পারমিশন চাইলে অবশ্যই সেগুলোকে এলাউ করে দিবেন কোনটি ডিনাই দিবেন না অন্যথায় রিপেন্টি প্রপার্টি কাজ করবে না এরপরে নিচের দেওয়া স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন ।
এখন “START” লেখার উপরে কিছু মোড অপশন দেখতে পাচ্ছেন তাইনা? সেখান থেকে ইউডিপি অথবা ইউডিবি প্রো সিলেক্ট করুন। বেটার হবে “UDP PRO” ইউজ করলে,এতে করে ভালো স্পিড পাবেন।
তারপরে পতাকার মত যে সাইন আছে সেখানে ক্লিক করুন যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দেখে বুঝে নিতে পারেন।
ওখানে সিলেট করার পরে আপনি অনেকগুলো সার্ভার পাবেন এর মধ্যে সিঙ্গাপুর অথবা ইন্ডিয়ার সার্ভার সিলেট করতে হবে কারণ এই দুইটি সার্ভারে সবথেকে ভালো স্পিড থাকে।
এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করলেই সার্ভার এর সাথে কানেক্টেড হওয়া শুরু করবে যখনই কানেক্ট হয়ে যাবে তখন যদি আপনার সিমে কোন ধরনের ব্যালেন্স নাও থাকে বা এমবি নাও থাকে তারপরও আপনার ইন্টারনেট অনায়াসে চলবে এবং খুব দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট আপনি এখান থেকে পাবেন।
আমি এই পদ্ধতিটি কেবল রবি এয়ারটেল জিপি সিমে এবং জিপির অন্য একটি ভার্সন স্কিটো সিমের ট্রাই করেছি অন্য কোন সিমে চলে কিনা সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন।
আর হ্যাঁ ভিপিএন কানেক্ট হবার পরে আপনারা কিন্তু সাইডে একটা সময় দেখতে পাচ্ছেন এই সময় পরে ভিপেন কিন্তু আর কানেক্ট হবে না এটাকে তখন কানেক্ট করার জন্য আপনাকে নতুন করে একটি অ্যাড দেখে নিতে হবে স্ক্রিনশটে কোথা থেকে এড দেখতে হবে সেটি দেওয়া আছে।
আর হ্যাঁ একটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি নতুন করে 30 মিনিট সময় পাবেন এই ভিপিএনটি ব্যবহার করার জন্য।
আপনি চাইলে এইভাবে মাঝেমধ্যে অ্যাড দেখে সময় বাড়িয়ে নিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন
আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেক সময় অ্যাড লোড নিতে অনেক সময় নেয় সেক্ষেত্রে বারবার ট্রাই করে অ্যাড দেখে নিবেন বারবার ট্রাই করলে অবশ্যই একটা আসবে এবং আপনি দেখে সেটির মাধ্যমে সময় বাড়িয়ে নিয়ে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
এরকম আরো মজার মজার ফ্রী ইন্টারনেট টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল টি ফলো করে রাখবেন
Telegram Channel
সর্বদা vitaltrends24 এর সাথেই থাকবেন, ধন্যবাদ!